ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে বিএসএফ এর উচ্চ আধিকারিক রা

3rd February 2021 9:31 am অনান‍্য
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে বিএসএফ এর উচ্চ আধিকারিক রা


ভানুময় চন্দ ( আসাম ) :  এক ঝ‌টিকা সফ‌রে এ‌সে ভারত বাংলা‌দেশ সীমান্তের অসমের লা‌ঠি‌টিলা সীমান্ত ছাউ‌নির চাম্পাবাড়ি এলিফেন্ট করিডর সহ সীমান্ত এলাকার ‌ফে‌ন্সিং‌য়ের কাজ সরজ‌মি‌নে খ‌তি‌য়ে দে‌খে গে‌লেন সীমান্ত সুরক্ষা বা‌হিনীর এ‌ডি‌জি পংকজকুমার সিংহ।  রে‌জিমে‌ন্টের বি‌শেষ হে‌লিকপ্টা‌রে স্থানীয় চাঁন্দখিরা খেলার মাঠে এসে পৌছে সোজা চলে যান লাঠটিলা ভারত বাংলাদেশ সীমান্তে।সেখানে গিয়ে প্রথ‌মে স্মার্ট ফেন্সিং‌য়ের কাজ দেখে তারপর চাম্পাবাড়ি এলাকার উন্মুক্ত এলিফেন্ট করিডর দেখেন।এরপর হেলিকপ্টার যোগে সোজা চলে যান করিমগঞ্জে।এ সম‌য়ে তি‌নি হেলিকপ্টারে বসেই কুশিয়ারা নদীর উন্মক্ত সীমান্তের বর্তমান প‌রি‌স্থি‌তি খ‌তি‌য়ে দেখেন।প‌রে তি‌নি ক‌রিমগ‌ঞ্জের কু‌শিয়ারা নদীপ‌থে নৌকা‌যো‌গে সীমান্ত এলাকা‌টি প‌রিদর্শন ক‌রে মাই‌ডি‌হি ক‌্যা‌ম্পে উপ‌স্থিত হন।সাংবাদিকদের সাথে কথা বল‌তে গি‌য়ে এ‌ডি‌জি সিংহ বাবু জানান যে ফে‌ন্সিং‌য়ের কাজ দ্রুত গ‌তি‌তে এ‌গি‌য়ে চল‌ছে।সীমান্ত এলাকায় বিচরণ করা অপরাধীদের ধর পাক‌ড়ের জন্য এবার থেকে সীমান্ত সুরক্ষা বা‌হিনীর জওয়ানরা বি‌শেষ প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর‌দের কা‌জে লাগা‌বে।কারন মানুষ থেকে কুকুরের শ্রবণশক্তি ও ঘ্রাণশক্তি অনেক তীব্র।যার ফলে সীমান্ত এলাকার অ‌নেক অপরাধ দমন করা আরও সহজ হ‌বে।এ‌কিসা‌থে সীমা‌ন্তে মানব প্রচার রুখ‌তেও বি‌শেষ টিম‌কে কা‌জে লা‌গা‌নোর প্রয়াস চল‌ছে   ।  গত বছ‌রে পু‌রো দে‌শের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করা প্রায় সা‌ড়ে চার হাজার অ‌বৈধ অনু‌প্রেবেশকা‌রি‌দের পাকড়াও ক‌রে হাজ‌তে নি‌ক্ষেপ ক‌রে‌ছে বিএসএফ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।